১. দুঃখ যত গভীর হয়, সুখ তত নিকতে আসে।
২. সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
৩. সুন্দরী স্ত্রী এবং পিছনের দরজা যে কোন মুহূরর্তে একজন ধনী লোককে গরীব করতে পারে-টিএল পিকক
৪. অনুতাপে পাপ খন্ডায় তার অহমিকায় পূন্য খন্ড হয়।(হযরত ওমর(রা)
৫. ধংসের মধ্যে দাঁড়িয়ে যেজনের কথা বলতে পারে সেইতো সত্যিকার অর্থে তোজোদ্দীপ্ত পুরুষ-হেনরী ক্যাসন।
৬. প্রতিটি মানুষ চাঁদের ,মতো যার একটা অন্দকার দিক আছে যে দিবসে কাউকে দেখতে চায়না –মার্খ টোয়াইন।
৭. সুন্দরর্য যেমন দেহের উৎকর্ষ বৃদ্ধি করে তেমনি আবার মনের সৌন্দর্যও বৃদ্ধি করে-ইমারসন।
৮. যে ব্যক্তি পাপের মত পূণ্যকেও গোপন রাখে সে-ই খাঁটি লোক-সূফি ইয়পাকুব।
৯. কেউ এতো বেশি চালাক হয় না যে, অন্যে তাকে অতিক্রম করতে পারে না-জর্জ হার্বার্ট।
১০. প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিৎ-উইলিয়াম ব্রাক।
১১. চোখের পানি যার ফেলতে হয়নি চোখের পানির মর্যাদা তার কাছে নেই-জেফারসন।
১২. তোমাদের মধ্যে সেই লোকই আমার নিকট অধিকতর প্রিয় যে অধিকতর চরিত্রবান-আল-কোরআন।
১৩. প্রতিভা বলে কোন জিনিসই নাই। পরিশ্রম কর, সাধনা কর প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে-ভলটেয়ার।
১৪. ধনদৌলত খরচ করলে কমে যায়, কিন্তু জ্ঞানবিতরণ করলে উত্তরোত্তর বাড়তেই থাকে-হযরত আলী (রা)।
১৫. জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে-আল-হাদিস।
১৬. পিতার আতœনিয়ন্ত্রণই ছেলে-মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ-ডেমোত্রিটাস।
১৭. দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার-আল্লামা ইকবাল।
১৮. মানুষ যখন তার যোগ্য মর্য়াদা হারিয়ে ফেলে, তখন সে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে-শেখ সাদী।
১৯. মানুষ অশান্তি চায় না, আবার মানুষই অশান্তির কারণ-আবু জাফর শামসুদ্দীন।
২০. আমার শৈশবের বন্ধুরা আমার নিকট এক একটি বিশ্বাসের স্তম্ভ-জি,এম,হিলার্ড।
২১. কামনা হইতে ক্রান্তি জন্মে, ত্রান্তি হইতে অধর্ম জন্মে-বঙ্কিম চন্দ্র।
২২. যে সৎ চিন্তায় নিমগ্ন থাকে, কলুষতা তাকে স্পর্শ করতে পারে না-জর্জ লির্ণলে।
২৩. সুন্দরভাবে বেঁচে থাকা একটা আর্ট, যার জন্য সাধনার প্রয়োজন হয়-জন ম্যাকি।
২৪. যে পরিশ্রমি সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়-এডমণু বার্ক।
২৫. তোমার হাতা পা-ই হচ্ছে তোমার দুযোগ মুহূর্তে সবচেয়ে বড় আপন-জর্জ মেরিডিথ।
২৬. জ্ঞানসাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র-আল-হাদীস।
২৭. ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, পড়াশুনার দ্বারা মনেরও তেমনি উন্নতি হয়ে থাকে-এডিসন।
২৮. মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হালকা ভাবে গ্রহণ কর-মেরী কুইন।
২৯. যে চাবিটি নিয়মিত ব্যবহার হয়, সেই চাবিটি স্বভাবতই অনেক বেশি উজ্জ্বল-েিবঞ্জামিন ফ্রাংকলিন।
৩০. একজন অল্প বয়স্কা তরুণী, স্ত্রী হিসাবে অথবা মা হিসাবে কোনটাতেই ভাল নয়-জন এডামস্।
৩১. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে শত ব্যস্ততার মধ্যেও একটু দাঁড়াও, চিন্তা কর-জন ক্লার্ক।
৩২. তোমার প্রার্থনা আল্লাহ তায়ালা মঞ্জুর করিবেন-এইরূপ দৃঢ়বিশ্বাস করিয়া তাঁহার নিকট প্রার্থনা কর-আল-হাদীস।
৩৩. ঠোঁট যত সুন্দরই হোক, হাসতে না জানলে সে ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে-ম্যানিঞ্জার।
৩৪. যা তুমি স্বয়ং করনা বা করতে চাওনা তা অন্যকে করতে উপদেশ দিওনা-হযরত আলী(রাঃ)।
৩৫. অলস লোকেরা অবসরের আনন্দ পায় না-এমিলি ডিকেনসন।
৩৬. আমি কোন জিনিস গচ্ছিত রাখিনা তাই হারানোর ভয়ে আমি চিন্তিত নই-সক্রেটিস।
৩৭. শান্তিতে প্রতিবেশীর সাথে বসবাস করতে হলে সব সময় তার খোঁজ-খবর রাখতে হবে-জনক্লেথ।
৩৮. প্রতিটি মুহূর্তের একটি নিজস্ব অর্থ আছে-এডমন্ড বার্ক।
৩৯. একজন জ্ঞানী লোকই সংসারে তৃপ্তিহীন বেশি-সুইবন্ট।
৪০. একজনের ভুল ধরিয়ে দেয়া আর তাকে সত্যের সন্ধান দেয়া দুয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে-জন লুক।
৪১. মেঘ যদি না থাকতো তবে আমরা সূরর্যকে এমনভাবে উপভোগ করতে পরতাম না-জনরে।
৪২. প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিত-উইলিয়াম ব্রাক।
৪৩. জীবনে হউক, জীবনাবসানেই হউক, একজন ভাল ব্যক্তির মন্দ কিছুই ঘটতে পারে না-সক্রেটিস।
৪৪. ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্টি, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে-স্টেপ হেন।
৪৫. জ্ঞানী পুত্র পিতার আনন্দ বর্ধন করে কিন্তু নির্বোধ পুত্র মাতার কষ্টের কারণ-হযরত সোলায়মান(রাঃ)।
৪৬. নৈতিকতার জন্য যদি তুমি কাজ করতে চাও তবে ধৈর্য ধরতে হবে-ই. ওয়াই মুলীস।
৪৭. একজন দরিদ্র লোক ভালবাসতে এবং প্রার্থনাই করতে পারে-জন ফ্লোরিও।
৪৮. সবাই প্রশ্ন করতে পারে না। দুদ্ধিমানেরা প্রশ্ন করে, বোকারা তর্ক করে-বাট্রান্ড রাসেল।
৪৯. তোমার ক্রোধকে আয়ত্তে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে আয়ত্ত করবে-হোরেস।
৫০. মানুষ ভাবে, আর বিধাতা দিক নির্দেশ করেন-আল-কোরআন।
৫১. যারা জমিনে আছে তাদের উপর দয়া কর, যিনি আকাশে আছেন তিনি তোমার উপর দয়া করবেন-তাবরানী।
৫২. খ্যাতি হচ্ছে যৌবনের পিপাসা-বায়রণ।
৫৩. প্রেম হচ্ছে বন্দুত্বের জীবন এবং চিঠি হচ্ছে প্রেমের জীবন-জেমস হাওয়েল।
৫৪. যত বেশি দিন বাঁচবে তত বেশি হৃদয় বিদারক অভিজ্ঞাতা ঘটবে-এডমন্ড বার্ক।
৫৫. কৃপনের দরজা শুধুমাত্র একটি মেহমানের জন্য খোলা, সে হল মালেক আল মউত-আল-হাদীস।
৫৬. মুমেনের লক্ষন তিনটি-সত্য কথা বলা, আমানত রক্ষা করা এবং ওয়াদা পালন করা-আল-হাদীস।
৫৭. করুনা করা ভাল কিন্তু করুনা যেন কাউকে অলস করে না তোলে-ডাবলিউ এস গিলবার্ট।
৫৮. যে যুক্তি দিয়ে কথা বলতে পারে সে একটা বিশেষ কিছু করতে পারে-স্যামুয়েল কুট।
৫৯. ভালবাসা তালাবদ্ধ হৃদয়ের দুয়ার মুহূর্তে খুলে দেয়-টমাস মিডল্টন।
৬০. সত্যিকার দেশপ্রেমিক যারা তারা কোল দল করে না-উইলিয়াম ওয়াটসন।
৬১. প্রতিটি মানুষই নিজেকে বুদ্ধিমান মনে করে, আর প্রত্যেক মানুষই তার আপন সন্তান সুশ্রী শেখে-শেখ সাদী।
৬২. যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সে-ই দরিদ্র-ডানিয়েল।
৬৩. মনের অসন্তোষকে দীর্ঘদিন জিইয়ে রাখা স্বাস্থের পক্ষে ক্ষতিকর-ডেল কার্নেগী।
৬৪. বড় বড় চিন্তাগুলি হৃদযের থেকে উদ্ভুত হয়ে থাকে-ভাইভেনারগাস।
৬৫. যার মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারা সবচেয়ে বড় দেশদ্রোহী-টমাস মুর।
৬৬. যারা আত্মপ্রশংসা করে খোদা তাদেরকে ঘৃণা করেন-সেন্ট ক্লিমেন্ট।
৬৭. সুধী, এমন বন্ধু পরিত্যাগ করো যে তোমার শত্রুর সঙ্গে উঠাবসা করে-শেক সাদী।
৬৮. কোন ঘটনা পুরোপুরি না শুনে মন্তব্য করা উচিৎ নয়-টমাস কিন।
৬৯. যে একবার চিন্তা করে সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্ত যথার্থ নয়-জর্জ হাবার্ট।
৭০. মনের উদারতার সাথে ঐশ্বর্যের তুলনা করা চলে না-মার্শাল।
৭১. হে বিধাতা! আমি বৃহৎ হৃদয়ের ক্ষুদ্র মানুষকে ভালবাসতে চাই-জন ড্রিল্ক ওয়াটার।
৭২. যারা সব সময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে-জুভেনাল।
৭৩. আনন্দহীন জীবন, জীবন নয়-হেরী ইমারসন।
৭৪. একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না-ব্যাসিল।
৭৫. প্রেম একটি লাল গোলাপ-রশীদ করিম।
৭৬. কথা বলার পূর্বে চিন্তা করে দেখ সেটা বলা ঠিক হবে কিনা-রাস্কিন।
৭৭. ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়-টেনিসন।
৭৮. অন্ধ ব্যক্তিরাই পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ্যহত-ডিকেন্স।
৭৯. ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ-শেখ সাদী।
৮০. নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ-আল-কোরআন।
৮১. যে বিশ্ব মানবের হিতসাধন করে সে-ই শ্রেষ্ঠ মানুষ-আল-হাদীস।
৮২. প্রতিভাবান ব্যক্তিই ধৈর্য ধারণ করতে পারেন-ইকম্শ।
৮৩. দেশের সবচাইতে উদ্বিগ্ন ব্যক্তি হচ্ছেন শাসনকর্তা-ইমাম গাজ্জালী(রাঃ)।
৮৪. নদীতে স্রোত আছে তাই নদী বেগমান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্রময়-টমাস মুর।
৮৫. অপরের প্রতি বিশ্বস্ত হতে হলে আগে নিজের প্রতি বিশ্বস্ত হও-ফ্রান্সিস টন্সন।
৮৬. যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণী জন্মাতে পারে নপা-ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
৮৭. যখন অবসর পাও, সাধনা কর আর তোমার প্রভুর প্রতি অনুরক্ত হও-আল-কোরআন।
৮৮. কজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায়-মার্শাল।
৮৯. সুস্থ চিন্তা শক্তি নিয়ে বাঁচ এবং অন্যকে বাঁচতে দাও-স্যামুয়েল লাভার।
৯০. কথা বলতে অনেকক্ষন চিন্তা কর তার পর মুখ থেকে বের করো-প্লেটো।
৯১. আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা য়ায়-এন,এ,শেড।
৯২. তোমার জীবনে প্রতিটি আনন্দঘন মুহূর্তের দাম লক্ষ টাকা-জন বেল।
৯৩. আল্লাহকে ভয় কর এবং মিত্যুর জন্য প্রস্তুত থাক, কেননা মৃত্যু প্রত্যেকের সন্নিকট-আল-কোরআন।
৯৪. প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার শুরু আগুন দিয়ে আর পরিণতি ছাইয়ে-জর্জ বার্নাডশ।
৯৫. প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো যে দিক দিয়ে যাবে সে দিকেই ক্ষতিগ্রস্ত হবে-নিকোলাস রাউ।
৯৬. দুঃখের ব্যথার বেদনা থেকে বাঁচতে হলে কজের ভিতর দিয়ে বাঁচতে হবে-জি,এইচ,লিইএস।
৯৭. অজানাকে জানার জন্য মানুষের কৌতুহল এবং এই কৌতুহল থেকেই বিজ্ঞানের যাত্রা শুরু-ইমারসন।
৯৮. মানুষকে শুদু মানুষ হিসাবে বিবেচনা করা যায় না, তার কর্ম দ্বারা বিবেচনা কর-স্যার টমাস ব্রাইনি।
৯৯. অন্য মানুষের পাপ দর্শনে ও বর্ণনা থেকে বিরত; উহা তোমাদের মধ্যেও আছে-আল-হাদীস।
১০০. যে আইন প্রকৃতির বিরুদ্ধে, সে আইন জাতিরও বিরুদ্ধে-মিলটন।
১০১. যে অপেক্ষা করতে জানে তার সব কিছুই আসে-বেঞ্জামিন ভিজরেইলী।
১০২. প্রকৃতির প্রথম এবং প্রধান আইন হচ্ছে পিতামাতাকে মান্য করা-জ্যাকুইল মিলার।
১০৩. বক্তা যদি ভালো হয় তবে গল্প খারাপ হলেও তা শুনতে শ্রুতিমধুর হয়-বেন জনসন।
১০৪. ধর্মহীন বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞানবিহীন ধর্ম অন্ধ-আইনস্টাইন।
১০৫. যাদের আমি সবচেয়ে বেশি উপকার করি, তারাই আমাকে সর্বাদিক আঘাত দেয়-স্যাকো।
১০৬. আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়-নেপোলিয়ান।
১০৭. আহমকের কথায় প্রতিবাদ করো না; শেষে তুমিও আহমক সেজে যাবে-হযরত সোলায়মান(আঃ)।
১০৮. মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ-নেপোলিয়ান।
১০৯. মহৎ লোকের অন্তর সর্বক্ষণ দগ্ধ হতে থাকে-এডমন্ড বার্ক।
১১০. গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক-প্লেটো।
১১১. কুৎসিৎ মনের চেয়ে কুৎসিৎ মুখ অনেক ভাল-জেমস ইলিস।
১১২. অহমিকা থেকেই অশান্তির সৃষ্টি হয়-ই.আর.শীল।
১১৩. যে সংগ্রাম করে সে পরাজিত হলেও মন খারাপ করে না-রবার্ট ফ্রষ্ট।
১১৪. নিষ্ঠার সাথে পরিচর্যা করলে জীবনের লালিত্য বৃদ্ধি পায়-রিচার্ড হেনরী।
১১৫. তোমরা রোজা রাখিও, তাহা হইলে স্বাস্থ্য লাভ করিবে-আল-হাদীস।
১১৬. বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে-ডিকেন্স।
১১৭. অসত্যের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী-হযরত সোলায়মান(আঃ)।
১১৮. সাম্প্রতিককালের ধারণাই যে সত্য ধারণা তার কোন অর্থ নেই-হাভার্ট স্পেয়ার।
১১৯. আর্থিক দৈন্যের পরই যে দৈন্য আমাদের চক্ষে পড়ে সেটি আমাদের শিক্ষার দৈন্য-মোতাহার হোসেন চোধুরী।
১২০. মানুষ ক্রোদের বশবর্তী হয়ে যা বলে তা হালকাভাবে গ্রহণ কর-মেরী কুইন।
১২১. বৎসর হিসাবে অভিজ্ঞতার হিসাব করা অর্থহীন-ইরাসমুস।
১২২. অলংকারের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধির অর্থ হচ্ছে প্রকৃত সৌন্দর্যকে লুকিয়ে রাখা-এডিলা মরগ্যান।
১২৩. ক্রোধ মনুষ্যত্বের আলোক শিখা নির্বাপিত করে দেয়-ইমাম গাজ্জালী (রাঃ)।
১২৪. নিজেদের অপকর্ম দ্বারা সভ্যতাকে দূষিত করো না-জেমস্ রাসেল।
১২৫. শিক্ষিত বোকরা অশিক্ষিত বোকার চেয়ে বেশি বোকা-মেলোরি।
১২৬. একজন ভাল মানুষ একজন ভাল মানুষ তৈরী করতে পারে-মেনাগুার।
১২৭. সব নিষ্ঠরতা দুর্বলতা থেকে জন্ম লাভ করে-সিনেকা।
১২৮. আপোষ এবং সমঝোতাই জীবনকে সুন্দর করে-সিডনী স্মিথ।
১২৯. কোন ঘটনা পুরোপুরি না জেনে মন্তব্য করো না-টমাস কিল।
১৩০. যে খেলায় জয় পরাজয় নেই তা আদৌ খেলা নয়-গ্যাগুল্যা রাইস।
১৩১. এমন কৌতুহল করা উচিত নয় যা নিমর্ম-উইলিয়াম ক্যামডেন।
১৩২. অসুস্থ লোকের চিন্তা-ভাবনাও অসুস্থ থাকে-বেন জনসন।
১৩৩. প্রমাণ না পেয়ে কাহাকেও অবিশ্বাস করো না-সিডনী স্মিথ।
১৩৪. কর্মদক্ষতাই মানুষের সর্বাপেক্ষা বড় বন্ধু-দাওয়ানী।
১৩৫. আকাংখার কেন বিশ্রাম নেই-বুলওয়ার্থ লিটন।
১৩৬. যে বিদ্যাঅšে¦ষণন করে সে খোদার ইবাদত করছে-আল-হাদীস।
১৩৭. চোখ সব কিছু দেখতে পয় কিন্তু নিজেকে দেখতে পায় না-স্পন্সারী।
১৩৮. প্রতেক জিনিসের কিছু এবং কিছু জিনিসের সব কিছু পড়া ভাল-ব্রোগার্হাম।
১৩৯. সমস্ত কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে-আল-হাদীস।
১৪০. বন্ধু অপেক্ষায় শত্রুকে পাহারা দেওয়া সহজ-আলকমেয়ন।
১৪১. কর্মব্যস্ত লোকের জীবনে স্বপ্ন বলে কিছু থাকে না-ডব্লিউ জি বেনহাম।
১৪২. কিছু কিছু ভুল আছে যা প্রতিটি রক্ত মাংসের মানুষেই করে থাকে-স্যামুয়েল দানিয়েল।
১৪৩. জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে, জীবন হচ্ছে পদ্মপাতার জলের মত-রবিন্দ্রনাথঠাকুর।
১৪৪. পরাজয়ে কখনো নিরুৎসাহ হতে নেই, তাছাড়া একে নতুন জীবনীশক্তি মনে করতে হবে-সাউথ।
১৪৫. কখনও কখনও দুঃখই মুক্তি আনতে পারে-পেট্রেনিয়াস।
১৪৬. যে বিদ্বান ব্যাক্তিকে সম্মান করে সে আমাকে সম্মান করে-আল-হাদীস।
১৪৭. সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভর করে-রাসকিন।
১৪৮. তোমার বিরোধীকে উত্তর দেওয়ার আগে তাকে বুঝাতে চেষ্টা করো-ক্যানি।
১৪৯. যে ব্যবহার জানে না তার গর্ব করার কিছুই নেই-ডেমোন্যাক্রা।
১৫০. জনগনের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন-সিসেরো।
১৫১. বুদ্ধিুমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে-প্লেটো।
১৫২. বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া-ওয়ান্ট হুইটম্যান।
১৫৩. মানুষের আয়ু কম, কজ বেশি। বুদ্ধুমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে-প্লেটো।
১৫৪. যে নিজেকে চিনতে পেরেছে, সে আল্লাহ তায়ালাকে চিনতে পেরেছে-আল-হাদীস।
১৫৫. অতি নির্বোধও অত্যাচারের প্রতিবাদ করে-সুইনবান।
১৫৬. অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধংশ নেই-মিলয়ার।
১৫৭. যে নিজের মর্যাদা নিজে বুঝেনা অন্যেও তার মর্যাদা দেয় না-হযরত আলী(রাঃ)।
১৫৮. বোকা লোকদের প্রশংসা থেকে তুমি আমাকে দূরে রাখ-বেন জনসন।
১৫৯. যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না-ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
১৬০. মেঘ যদি না থাকতো তবে আমরা সূর্যকে এমনভাবে উপভোগ করতে পারতাম না-জনরে।
১৬১. অসুখী লোকের জীবনে আশা নেই, আবার হতাশাও নেই-জুভেনাল।
১৬২. বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না সে-ই যথার্থ বুদ্ধিমান-জর্জ ইউলকিন্স।
১৬৩. কর্মজীবি মানুষের গৃহে ক্ষুদা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না-বেঞ্জামিন ফ্রাস্কলিন।
১৬৪. জয়ী হবে যদি তেমরা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখতে পার-আল-কোরআন।
১৬৫. অর্থের জন্য প্রেম করা আর নিজের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা একই জিনিষ-জন ক্রাউন।
১৬৬. সমাজের সবচেয়ে বড়ো আশাই হলো ব্যক্তিগত চরিত্র-চ্যানিজ।
১৬৭. নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়-হেনরী ডেজন।
১৬৮. আমি তাকেই বেশি ঘৃণা করি যে নাম করতে যেয়ে তার জন্য সব ক্ষতিকে বিসর্জন দিয়েছে-জন গে।
১৬৯. একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎচিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর-এমার্সন।
অনেক দামী কথা ..................
উত্তরমুছুনআরো নতুন নতুন ভালোবাসার গল্প পড়তে
উত্তরমুছুনএখানে ক্লিক করুন