বুধবার, ৯ মে, ২০১২

About Computers


কম্পিউটারে অনেক বিষয় খুজে পাওয়া যায় যেগুলো খুবই মজার। তেমনি কিছু মজার ব্যপার নিচে দেওয়া হল। উল্লেখ্য যে, ব্যপার গুলো Windows xp service pack 2-তে কাজ করে বা আছে।

Nameless folder

নামহীন ফোল্ডার তৈরীর জন্য New Folder- কে select করে F2 চাপুন। এবার Alt চেপে ধরে 255 অথবা 0160 টাইপ করে Enter press করুন। ব্যস হয়ে গেল নামহীন ফোল্ডার।

CON, PRN, AUX, NUL:
undefined
সাধারন ভাবে কম্পিউটারে CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 ইত্যাদি নামে কোন নতুন ফোল্ডার খোলা যায় না। এর মুল কারণ হল উপরের নামগুলো DEVICE এবং PORT-এর নাম হিসেবে ব্যবহৃত হয়। নিচে সেগুলো বিস্তারিত দেওয়া হলঃ

CON - CONSOLE
PRN - PRINTER
AUX - AUXILIARY DEVICE
NUL - Bit-bucket device
COM1 - First serial communications port
LPT1 - First parallel printer port
LPT2 - Second parallel printer port
LPT3 - Third parallel printer port
COM2 - Second serial communications port
COM3 - Third serial communications port
COM4 - Fourth serial communications port

মজার বিষয় হল CON, PRN, AUX, NUL নাম গুলো অন্যভাবে লেখা যায়।

() New Folder- কে select করে F2 চাপুন। এবার Alt চেপে ধরে 255 অথবা 0160 টাইপ করলে নামহীন ফোল্ডার হবে। এরপর যে নাম লেখতে চান (যেমনঃ CON) তা টাইপ করে Enter press করুন।

()Start থেকে Run বাটনে গিয়ে cmd লিখে Enter press করুন।
এবার Command prompt- লিখুন md \\.\c:\con এবং Enter press করুন। ব্যস c drive- con নামে ফোল্ডার তৈরী হয়ে গেল। আপনি ইচ্ছা করলে ভিন্ন drive বা ভিন্ন নাম ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে md \\.\c:\con- আপনার পছন্দনীয় drive বা নাম লিখতে পারেন।
ফোল্ডারটি সাধারন ভাবে Delete হবে না। সে ক্ষেত্রে আগের মত Start থেকে Run বাটনে গিয়ে cmd লিখে Enter press করুন।
এবার Command prompt- লিখুন rd \\.\c:\con এবং Enter press করুন। ব্যস c drive- con নামে ফোল্ডারটি Delete হয়ে গেল

২টি মন্তব্য:

  1. Luckyniki Resort & Casino Manila | CasinoInJapan
    Luckyniki jeetwin Resort & Casino Manila is the ideal ラッキーニッキー place for true locals relaxation. Enjoy the casino resort amenities and benefits, including a 1XBET casino

    উত্তরমুছুন