বুধবার, ৯ মে, ২০১২

সাধারণ জ্ঞান


.          প্রশ্ন: কোন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম? এবং কোন গুনাহ থেকে বেচে থাকলে আল্লাহ্ জান্নাত অবধারিত?
উত্তর: রাসূল (সাঃ) এর সতর্কবাণী: তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ্ জান্নাত হারাম করেদিয়েছেন () মদপান করে যে, () যে পিতা মাতাকে কষ্টদেয়, () দাইয়ূছ। এবং সূরা নেছা (আয়াত-১১) তোমরা যুদি বড় গুনাহ্ সমূহ পরিত্যাগ কর যেই গুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে তাহা হইলে আমি তোমাদের ছোট গুনাহ্ সমূহ ক্ষমা করে দিব তোমাদিকে সম্মান জনক স্থানে (বেহেস্ত) রাখব।
.          প্রশ্ন: পঞ্চ ইন্দ্রিয়ের প্রাণী কোনটি?
উত্তর: মানুষ।
.         প্রশ্ন: পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি?
উত্তর: মুখ, চোখ, কান, নাক ত্বক।
.          প্রশ্ন: মানদেহে মোট কয়টি হাড় আছে?
উত্তর: ২০৬টি।
.         প্রশ্ন: মানুষের মেরুদন্ডে মোট কতগুলো হাড় আছে?
উত্তর: ৩৩টি।
.         প্রশ্ন: মানুষের শরীরের স্বাবিক তাপমাত্রা কত?
উত্তর: ৯৮.˚ ডিগ্রি ফারেনহাইট।
.          প্রশ্ন: শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: থার্মোমিটার।
.         প্রশ্ন: মানুষের শরীরে পানির পরিমাণ কত?
উত্তর: শতকরা ৭০ ভাগ।
.         প্রশ্ন: মানুষের শরীরে কতগুলো ছিদ্র আছে?
উত্তর: প্রায় দুই লাখের বেশি।
১০.        প্রশ্ন: মানবদেহে হৃৎপিন্ডের কাজ কি?
উত্তর: শ্বাস-প্রশ্বাসের কাজ করা।
১১.        প্রশ্ন: আমাদের পানির পিপাসা পায় কেন?
উত্তর: শরীরে পানির অভাব হলে।
১২.        প্রশ্ন: বাংলাদেশের সংবিদানের নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
১৩.        প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত?
উত্তর: লক্ষ ৪৭ হাজার শত ৭০ বর্গ কিলো মিটার।
১৪.        প্রশ্ন: বাংলাদেশ কোন মহাদেশে অবস্খিত?
উত্তর: এশিয়া মহাদেশে।
১৫.        প্রশ্ন: ঢাকার প্রাচীন নাম কি?
উত্তর: জাহাঙ্গীরনগর।
১৬.       প্রশ্ন: বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তর: ঢাকা।
১৭.        প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন রাজধানী কোথায় ছিল?
উত্তর: ঢাকার অদূরে সোনারগাঁও-এ।
১৮.       প্রশ্ন: আন্তরর্জাতিক মাতৃভাষা দিবস কাকে বলে?
উত্তর: ২১ ফেব্রয়ারি বা শহীদ দিবসকে।
১৯.        প্রশ্ন: বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন?
উত্তর: ৬টি।
২০.        প্রশ্ন: বাংলাদেশে কয়টি জেলা আছে?
উত্তর: ৬৪টি।
২১.        প্রশ্ন: বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্খান কত?
উত্তর: সপ্তম।
২২.        প্রশ্ন: বাংলাদেশের সাধীনতা সংগ্রামের মহান নায়ক কে?
উরব: বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান।
২৩.        প্রশ্ন: প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ভারত।
২৪.          প্রশ্ন: বাংলাদেশের মাদ্রার নাম কি?
উত্তর: টাকা।
২৫.        প্রশ্ন: বাংলাদেশে টাকা কবে চালু হয়?
উত্তর: মার্চ ১৯৭২ সালে।
২৬.       প্রশ্ন: বাংলাদেশে শতকরা কতজন লোক মুসলমান?
উত্তর: ৮৮. জন।
২৭.        প্রশ্ন: বাংলাদেশে শতকরা কতজন লোক কৃষি কাজ করে?
উত্তর: ৬২. জন।
২৮.       প্রশ্ন: বাংলাদেশের সরকারি বাসভবনকে কি বলে?
উত্তর: বঙ্গভবন।
২৯.        প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে কি বলে?
উত্তর: প্রধানমন্ত্রী ভবন বা গণভবন।
৩০.       প্রশ্ন: বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তর: জাতীয় সংসদ।
৩১.        প্রশ্ন: পৃথিবীতে কত প্রকারের গাছ আছে?
উত্তর: প্রায় লক্ষ।
৩২.        প্রশ্ন: কোন রঙের ফুলে সুবাস বেশি?
উত্তর: সাদা রঙের ফুলে।
৩৩.       প্রশ্ন: মানুষ প্রথম কবে চাঁদে গিয়েছিল?
উত্তর: ১৯৬৯ সালের অক্টোবর।
৩৪.        প্রশ্ন: চাঁদে প্রথম কে অবতরণ করেন?
উত্তর: নড়ী আর্মস্ট্রং।
৩৫.       প্রশ্ন: থার্মোমিটার কি?
উত্তর: তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।
৩৬.       প্রশ্ন: থর্মোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর: ফারেনহাইপ।
৩৭.        প্রশ্ন: বাংলাদেশে কয়টি বিভাগ?
উত্তর: বাংলাদেশে ৭টি বিভাগ যথা: () ঢাকা। () চট্টগ্রম। () রাজসাহী। () খুলনা। () সিলেট।
() বরিশাল। () রংপুর।
৩৯. প্রশ্ন: হানিকুইন কোন ফলের জাত?
উত্তর: আনারস।
৪০. প্রশ্ন: মহাস্থান নগর কোথায় অবস্থিত?
উত্তর: বগুরা।
৪১. প্রশ্ন: হরিকেল জনপদের আধুনিক নাম কি?
উত্তর: সিলেট।
৪২. প্রশ্ন: পলাশি যুদ্ব কতসালে সংগঠিত হয়?
উত্তর: ১৭৫৭ সলে।
৪৩. প্রশ্ন: ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতসালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬০২ সালে।
৪৫. প্রশ্ন: ধর্শন কাকে বলে?
উত্তর: কর্তার ইচ্ছায় কর্তীর অনইচ্ছায় বর্ষ্র খুলিয়া অস্ত্র বাহির করিয়া উপরে উঠিয়া যে ঘর্ষণ হয় তাকে ধর্ষণ বলে।
৪৮.       প্রশ্ন: ক্রিকেট খেলার জম্ম কোথায়?
উত্তর: ইংল্যান্ডে।
৪৯.        প্রশ্ন: ২০১১ সালের বিশ্বকাপ খেলা কোন কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশ, ভারত শ্রীলংকা।
৫০.        প্রশ্ন: ২০১১ সালের বিশ্বকাপ খেলায় কয়টি দেশ অংশগ্রহণ করবে? এবং কোন কোন দেশ?
উত্তর: ১৪টি দেশ। যথা: বাংলাদেশ, ভরত, শ্রীলংকা, ইংল্যান্ড, কানাডা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েষ্টইন্ডিজ, আয়ারল্যান্ড, হল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে অষ্ট্রেলিয়া।
৫১.        প্রশ্ন: ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলা উদ্ভোধন হয় কোন দেশে?
উত্তর: বাংলাদেশে। বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে ১৭ই ফেব্রুয়ারী।
৫২.        প্রশ্ন: ফুটবল খেলার জম্ম কোথায়?
উত্তর: চীনে।
৫৩.       প্রশ্ন: ক্রিকেট ব্যাট তৈরী করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: উইলো গাছ।
৫৪.        প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর: গামা রশ্মি।

২টি মন্তব্য:

  1. Casino Review 2021 | How to Deposit Play in NJ
    The best free and first deposit bonuses in NJ are 선시티카지노 the no deposit bonuses, the welcome bonus, and the welcome bonus. This is especially true in New Jersey. 더킹카지노 You can

    উত্তরমুছুন